ভারতের মুম্বাইয়ে ১৯৯২ সালের ভয়াবহ বোমা হামলার রায় ঘোষণা করা হবে আজ। এর আগে, গত ১৬ জুন এ ঘটনায় প্রধান অভিযুক্ত ব্যক্তি আবু সালেমসহ পাঁচজনকে দোষী সাব্যস্ত করে দেশটির বিশেষ আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চব্বিশ বছর আগের এক মার্চের দুপুর দেড়টা থেকে তিনটে চল্লিশ মিনিটের মধ্যে পর পর তেরোটা বিস্ফোরণে কেঁপে উঠেছিল বাণিজ্য নগরী মুম্বাই। ২৫৭ জনের প্রাণ কেড়েছিল সেই ধারাবাহিক বিস্ফোরণ। গুরুতর আহত হয়েছিলেন সাতশোরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছিল সাতাশ কোটি টাকার সম্পত্তি।
এই ভয়ঙ্করতম ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার অপরাধে আবু সালেম, স্তাফা দোসা, ফিরোজ খান, তাহের মার্চেন্ট, রিয়াজ সিদ্দিকি, করিমুল্লা খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আজ সেই মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে।