সমুদ্রের তলদেশে প্রাচীন পম্পেই নগরীর সন্ধান

বিচিত্র
image_155626.pompeiগ্রিক দ্বীপ ডিলোসের উপকূলের কাছেই সাগরের তলদেশে প্রাচীন স্থাপত্যের নিদর্শন খুঁজে পেলেন পুরাতত্ত্ববিদরা। ডিসকভারি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এটি সাগরের তলদেশে বিলিপ্ত হয়ে যাওয়া পম্পেই নগরী বলে মনে করছেন অনেকে। এখানে প্রাচীন হারকিউলিনিয়াম নগরী রয়েছে বলে ধারণা করছেন অনেকে। সমুদ্রের উপরিভাগ থেকে ৬ ফুট নিচেই এসবের সন্ধান মিলেছে।
ন্যাশনাল হেলেনিক রিসার্চ ফাউন্ডেশন এবং ইফোরেট অব আন্ডরসি আর্কিওলজি এই প্রাচীন নিদর্শন উদ্ধারে কাজ করে যাচ্ছে। ইতালির পশ্চিমের এক প্রাচীন নগরী পম্পেই। এটি নেপলসের দক্ষিণ-পূর্বে অবস্থিত। মাউন্ট ভেনাসের এক ধসে এটি চাপা পড়ে।
গ্রিক মিনিস্ট্রি অব কালচার জানায়, সেখানে ইঁটের স্থাপনাসহ ১৬টি টেরাকোটা পোস্ট খুঁজে পাওয়া গেছে।
এখানে কয়েকটি ভবনও খুঁজে পাওয়া গেছে। এগুলো পানির নিচে যাওয়ার আগেই ধসে পড়েছিল বলেই মনে হয়। সূত্র : ইনডিপেডেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *