
ন্যাশনাল হেলেনিক রিসার্চ ফাউন্ডেশন এবং ইফোরেট অব আন্ডরসি আর্কিওলজি এই প্রাচীন নিদর্শন উদ্ধারে কাজ করে যাচ্ছে। ইতালির পশ্চিমের এক প্রাচীন নগরী পম্পেই। এটি নেপলসের দক্ষিণ-পূর্বে অবস্থিত। মাউন্ট ভেনাসের এক ধসে এটি চাপা পড়ে।
গ্রিক মিনিস্ট্রি অব কালচার জানায়, সেখানে ইঁটের স্থাপনাসহ ১৬টি টেরাকোটা পোস্ট খুঁজে পাওয়া গেছে।
এখানে কয়েকটি ভবনও খুঁজে পাওয়া গেছে। এগুলো পানির নিচে যাওয়ার আগেই ধসে পড়েছিল বলেই মনে হয়। সূত্র : ইনডিপেডেন্ট