মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্টদূত অং মিন্টকে ফের তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মঞ্জুরুল করীম তাকে তলব করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
ওই কর্মকর্তা জানান, বাংলাদেশে অপ্রত্যাশিতভাবে অত্যধিক রোহিঙ্গা প্রবেশ করার ঘটনায় আবারও প্রতিবাদ জানানো হয়েছে। সেই সাথে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্টদূত অং মিন্টকে আজ একটি অনানুষ্ঠানিক পত্র হস্তান্তর করা হয়েছে। ওই পত্রে রোহিঙ্গাদের সুরক্ষা এবং বাংলাদেশে অবস্থানরত সব রোহিঙ্গাকে প্রত্যাবাসনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন স্থাপনের বিষয়েও প্রতিবাদ করেছে বাংলাদেশ।
এনিয়ে দুই সপ্তাহের মধ্যে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তিনবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।
গত ২৪ আগস্ট মধ্যরাতে কয়েকটি পুলিশ ফাঁড়িতে রোহিঙ্গাদের মুক্তিকামী সংগঠন আরসা’র হামলার পর মিয়ানমার সেনাবাহিনী ও সীমান্ত পুলিশ (বিজিপি) কড়া প্রতিক্রিয়া দেখানো শুরু করে।
গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। মিয়ানমার সরকারের তরফ থেকেই স্বীকার করা হয়েছে, অন্তত ২ হাজার ৬২৫টি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আর ৪ শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছেন।