পিরোজপুরের কাউখালীতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে প্রায় ২১ কেজি ওজনের কোটি টাকা মূল্যের কস্টি পাথরের মূর্তি(শিব লিঙ্গ) উদ্ধার করেছে। এ সময় র্যাব অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার ৪টার দিকে বরিশাল র্যাব-৮ এর একটি দল কাউখালী –স্বরূপকাঠি সড়কের কেন্ত্রীয় শ্রীগুরু আশ্রমের সম্মুখ সড়ক থেকে মূর্তিসহ তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, কাউখালী উপজেলার বলভদ্রপুর গ্রামের শিশির কর্মকার (৪৮) একই উপজেলার কেউন্দিয়া গ্রামের সালাউদ্দিন চানু(৪০) মোঃ সিরাজুল ইসলামবাচ্চু (৫৫) মোঃ সামছুদ্দিন(৩৮)।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে দিকে বরিশাল র্যাব -৮ এর মেজর আদনানের নেতৃত্বে একটি টিম কাউখালী শহরের সরুপকাঠি-কাউখালী সড়কের পূর্ব পার্শ্বে শ্রী গুরুসংঘ কেন্দ্রীয় সামনের সড়ক থেকে সন্দেহজনক চারজনকে আটক করে। এ সময় তাদের কাছে থাকা একটি বস্তার ভিতর থেকে মূল্যবান কস্টি পাথরের ওই শিব লিঙ্গটি উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করার জন্য জিজ্ঞাসাবাদ করতে বরিশাল র্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ বুধবার জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের কাউখালী থানায় সোপর্দ করে র্যাব। এ ব্যাপারে বরিশাল র্যাবের সহকারী পরিচালক(ডিএডি)মো. ইসলাম উদ্দিন বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছে।
কাউখালী থানার ওসি সুলতান মাহমুদ জানান, গ্রেপ্তারকৃত চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে দিকে বরিশাল র্যাব -৮ এর মেজর আদনানের নেতৃত্বে একটি টিম কাউখালী শহরের সরুপকাঠি-কাউখালী সড়কের পূর্ব পার্শ্বে শ্রী গুরুসংঘ কেন্দ্রীয় সামনের সড়ক থেকে সন্দেহজনক চারজনকে আটক করে। এ সময় তাদের কাছে থাকা একটি বস্তার ভিতর থেকে মূল্যবান কস্টি পাথরের ওই শিব লিঙ্গটি উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করার জন্য জিজ্ঞাসাবাদ করতে বরিশাল র্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ বুধবার জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের কাউখালী থানায় সোপর্দ করে র্যাব। এ ব্যাপারে বরিশাল র্যাবের সহকারী পরিচালক(ডিএডি)মো. ইসলাম উদ্দিন বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছে।
কাউখালী থানার ওসি সুলতান মাহমুদ জানান, গ্রেপ্তারকৃত চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।