মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইনে রোহিঙ্গাদের জন্য ১ হাজার টন ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে তুরস্ক। যার মধ্যে রয়েছে চাল, শুকনো মাছ ও কাপড়।
রাখাইন রাজ্যের উদ্দেশে এই ত্রাণ নিয়ে টিকা’র (তার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি) প্রতিনিধি যাবেন। সংঘাতপূর্ণ রাখাইনে প্রবেশের অনুমতি পাওয়ার ক্ষেত্রে টিকাই হতে যাচ্ছে প্রথম কোনো সাহায্যকারী সংস্থা। আজ মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মুখপাত্র কালিন এ তথ্য জানান।বিবৃতিতে তিনি জানান, সংঘাতপূর্ণ রাখাইনে আটকে পড়া মুসলিম রোহিঙ্গাদের জন্য মিলিটারি হেলিকপ্টারের মাধ্যমে এই ত্রাণ সামগ্রী পাঠানো হবে। মিয়ানমার নেত্রী অং সান সুচির সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ফোনালাপের পর মিয়ানমার সরকার রাখাইনে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে। রাখাইন রাজ্যে জরুরি ত্রাণ, খাবার, পোশাক ও ঔষধ সরবরাহ অব্যাহত রাখবে বলেও বিবৃতে উল্লেখ করা হয়।