সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারে হেফাজতের পক্ষ থেকে সরকারকে অভিনন্দন জানানো হয়েছে মর্মে কয়েকটি গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম।
বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, মুরতাদ লতিফ সিদ্দিকীকে দেশে আনা এবং গ্রেপ্তার নিয়ে সরকার যে নাটক তৈরি করে ধর্মপ্রাণ জনগণের সাথে ধোঁকাবাজি ও প্রতারণা করেছে তাতে সরকারকে অভিনন্দন জানানোর প্রশ্নই আসে না।
তিনি বলেন, আমার বরাত দিয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। উল্লেখিত গণমাধ্যমগুলো সংবাদ প্রচারের আগে আমার সাথে কোনো রকম যোগাযোগ করেনি। হেফাজতে ইসলামের নেতাকর্মী ও দেশের সাধারণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যেই এই সংবাদ প্রচার করা হয়েছে।
বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, মুরতাদ লতিফ সিদ্দিকীকে দেশে আনা এবং গ্রেপ্তার নিয়ে সরকার যে নাটক তৈরি করে ধর্মপ্রাণ জনগণের সাথে ধোঁকাবাজি ও প্রতারণা করেছে তাতে সরকারকে অভিনন্দন জানানোর প্রশ্নই আসে না।
তিনি বলেন, আমার বরাত দিয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। উল্লেখিত গণমাধ্যমগুলো সংবাদ প্রচারের আগে আমার সাথে কোনো রকম যোগাযোগ করেনি। হেফাজতে ইসলামের নেতাকর্মী ও দেশের সাধারণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যেই এই সংবাদ প্রচার করা হয়েছে।