বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ছুটে চলছিল দুর্দান্ত গতিতে। আগেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলা দলটির সঙ্গে কেউ পেরে উঠছিল না।
অবশেষে সেটি করে দেখাল ভেনেজুয়েলা। হারিয়ে না দিলেও ব্রাজিলকে তারা জিততেও দেয়নি। কলম্বিয়ার মাঠে ১-১ গোলে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করেছে ব্রাজিল। উইলিয়ানের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে কলম্বিয়াকে সমতায় ফেরান রাদামেল ফালকাও।এদিকে নিজেদের মাঠে বাংলাদেশ সময় বুধবার সকালে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের আর দুই রাউন্ড বাকি। ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা। আগের ম্যাচে চিলি হেরে না গেলে ষষ্ঠ স্থানে নেমে যেত দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
দক্ষিণ আমেরিকা থেকে প্রথম চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপ। পঞ্চম স্থানের দল আর্জেন্টিনাকে বিশ্বকাপের টিকিট পেতে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দলের সঙ্গে।