তারপর শুরুর ধাক্কাটা সামলে নেয় স্মিথ-ওয়ার্নারে ৯৩ রানের জুটি। সেই জুটিতে ইনিংসের প্রথম বলেই ছিড় ধরান স্পিনার তাইজুল ইসলাম। অর্ধশতকের পর ৫৮ রানে ফিরে যান অজি অধিনায়ক।এরপর পিটার হ্যান্ডসকম্বকে সঙ্গে নিয়ে দ্বিতীয় দিনটি নিশ্চিন্তে পার করেছেন ঢাকা টেস্টের একমাত্র সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নার। অপরাজিত আছেন ৮৮ রানে। আর হ্যান্ডসকম্ব ৬৯ রানে। আর তাদের ১২৭ রানে জুটির ওপর ভর করে দিন শেষে সফকারীদের সংগ্রহ ২২৫/২। ৮০ রানে পিছিয়ে অতিথিরা।
এর আগে মুশফিক, সাব্বির ও নাসির হোসেনের ব্যাটে ভর করে ৩০৫ রান সংগ্রহ করে স্বাগতিক বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস:
৬৪ ওভারে ২২৫/২ (রেনশ ৪, ওয়ার্নার ৮৮*, স্মিথ ৫৮, হ্যান্ডসকম ৬৯*; মিরাজ ০/৫৩, মুস্তাফিজ ১/৪৫, সাকিব ০/৫২, তাইজুল ১/৫০, নাসির ০/৪, মুমিনুল ০/৬, সাব্বির ০/৯)
বাংলাদেশ ১ম ইনিংস:
১১৩.২ ওভারে ৩০৫ (তামিম ৯, সৌম্য ৩৩, ইমরুল ৪, মুমিনুল ৩১, সাকিব ২৪, মুশফিক ৬৮, সাব্বির ৬৬, নাসির ৪৫, মিরাজ ১১, তাইজুল ৯, মুস্তাফিজ ০*; কামিন্স ০/৪৬, লায়ন ৭/৯৪, ও’কিফ ০/৭৯, অ্যাগার ২/৫২, ম্যাক্সওয়েল ০/১৩, কার্টরাইট ০/১৬)