রাখাইন রাজ্যে চলমান রোহিঙ্গা নিধন অভিযানের কারণে সমালোচনার মুখে পড়েছে মিয়ানমার। এর মধ্যেই দেশটি সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মিয়ানমারকে ভারতের বন্ধু রাষ্ট্র বলে দাবি করে থাকেন মোদি।মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মোদির দুই দিনের এ সফর। সফরকালে মোদি মিয়ানমারের প্রেসিডেন্ট ছাড়াও অং সান সু চির সঙ্গে বৈঠক করবেন।
মিয়ানমারের ভারতীয় কমিউনিটিকে পাঠানো এক ই-মেইল বার্তায় মোদি লিখেছেন, আনন্দ ও উদ্যমের সঙ্গে তার মিয়ানমার সফর শুরু হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও ভারতের অন্যতম কাছের বন্ধু দেশ মিয়ানমারে এটিই তার প্রথম দ্বি-পাক্ষিক সফর। বার্মিজ ভারতীয়রা গত এক দশকে দুই দেশকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে।