শাহীন আহমেদ, গাজীপুর অফিস: গাজীপুরে ঈদুল আযহার প্রধান জামায়াত জেলা শহরের কেন্দ্রিয় ঈদগাহ মাঠে (রাজবাড়ি মাঠ) সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এবার ঈদগাহ মাঠের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মসজিদেও ঈদের জামায়াতের আয়োজন করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই বৃষ্টির আশংকায় স্থানীয়রা বিভিন্ন এলাকার মসজিদে এবারের ঈদের জামায়াতের আয়োজন করেছে। এবারের ঈদে গাজীপুরস্থিত ৫টি কারাগারের বন্দিরা সকাল সাড়ে ৮ টা হতে ৯টার মধ্যে ঈদের নামাজ আদায় করবেন।
ঈদের দিন সকাল ৭টায় ঃ বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস জামে মসজিদ, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ঈদগাহ মাঠ (১ম জামায়াত)।
সকাল সাড়ে ৭টায় ঃ গাজীপুর জেলা শহরের কেন্দ্রিয় ঈদগাহ মাঠ (রাজবাড়ি মাঠ), বারইবাড়ী ঈদগাহ মাঠ, বড় কয়ের ঈদগাহ মাঠ, পুবাইল রহমানিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠ, কালিয়কৈরের আনসার ভিডিপি একাডেমী ঈদগাহ মাঠ, কাপাসিয়া ডিগ্রী কলেজ ঈদগাহ মাঠ, তরগাঁ হাসপাতাল মোড় ঈদগাহ মাঠ, কাপাসিয়া বাজার জামে মসজিদ ঈদগাহ মাঠ।
সকাল ৮টায়ঃ গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠ (১ম জামায়াত), নীলের পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ,নলজানী মধ্য পাড়া ঈদগাহ মাঠ, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট জামে মসজিদ, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট ময়দান, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ঈদগাহ মাঠ (দ্বিতীয় জামায়াত), বোর্ডবাজারস্থিত ইসলামিক ইউনিভারসিটি অব টেকনোলোজী (আইইউটি) কেন্দ্রিয় জামে মসজিদ, ছোট কয়ের দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠ, বড়াদল ঈদগাহ মাঠ, কামারিয়া ঈদগাহ মাঠ, কুদাবো মুন্সিবাড়ি ঈদগাহ মাঠ, কালীগঞ্জের শাহদের গাঁও ঈদগাহ মাঠ ও মনসুরপুর জামে মসজিদ, কাপাসিয়া উপজেলা পরিষদ জামে মসজিদ, কাপাসিয়ার দরদরিয়া ঈদগাহ মাঠ, হাইলজোর ঈদগাহ মাঠ, খিরাটি ঈদগাহ মাঠ, বড়বের ঈদগাহ মাঠ, ইসলামপুর ঈদগাহ মাঠ, রাউৎকোনা ফাজিল মাদ্রাসা ঈদগাহ মাঠ, আড়াল ঈদগাহ মাঠ, দিগধা ঈদগাহ মাঠ, উত্তর খামের ঈদগাহ মাঠ, রাওনাট স্কুল ঈদগাহ মাঠ, কাশিমপুর কেন্দ্রিয় কারাগার ঈদগাহ মাঠ (১ম জামায়াত), কালিয়াকৈর উপজেলা পরিষদ জামে মসজিদ, সফিপুর কেন্দ্রিয় ঈদগাহ মাঠ।
সকাল সাড়ে ৮টায়ঃ গাজীপুর কোর্ট মসজিদ, বাড়ীয়ালী নলজানী ঈদগাহ মাঠ, মাজুখান ঈদগাহ মাঠ, কালিয়াকৈরের বঙ্গবন্ধু কলেজ মাঠ, কাপাসিয়া বাজার কেন্দ্রিয় জামে মসজিদ, কাপাসিয়ার টোক আহলে হাদীস ঈদগাহ মাঠ, দাম্মারচালা ঈদগাহ মাঠ, নামিলা ঈদগাহ মাঠ, টোক শাহী জামে মসজিদ ঈদগাহ মাঠ, হাজী আব্দুল হামিদ ঈদগাহ মাঠ, কালীগঞ্জ বাজার কেন্দ্রিয় জামে মসজিদ, কালীগঞ্জ আরআরএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, বালিগাঁও ঈদগাহ মাঠ, ভাতার্দি পুরাতন এসআর অফিস ঈদগাহ মাঠ।
সকাল ৯টায়ঃ গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠ (২য় জামায়াত), শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। সকাল সাড়ে ৯টায়ঃ শ্রীপুর মাওনা পিয়ার আলী ঈদগাহ মাঠ এবং সকাল ১০টায়ঃ কাশিমপুর কেন্দ্রিয় কারাগার ঈদগাহ মাঠ (২য় জামায়াত), শ্রীপুর পৌর ওয়ায়েদ্দার দিঘী কেন্দ্রিয় ঈদগাহ মাঠ।
সংসদ সদস্য ও কর্মকর্তাদেরনামাজঃ ঈদের দিন সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর ী নিজেদের নির্বাচনী এলাকায় ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে। এছাড়াও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন এবং স্থানীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করবেন। এছাড়াও গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের অধিকাংশ কর্মকর্তা-কমচারী ও রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ গাজীপুর জেলা শহরের কেন্দ্রিয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন।
এদিকে গাজীপুরস্থিত ৫টি কারাগারের সবক’টির অভ্যন্তরে বিশেষ ব্যবস্থাপনায় কারাবন্দিদের জন্য ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। ঈদের দিন কারাবন্দিদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন।
এ ছাড়া গাজীপুর মহানগরের ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ নুরুল ইসলাম তিতুমীর গ্রামবাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৮টায় ধীরাশ্রম নলের পুকুর পাড় কেন্দ্রিয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।