শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরে শ্রীপুরে র্যাব পরিচয়ে সাড়েচার লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। বৃহসপতিবার বেলা এগারটার দিকে শ্রীপুর- কাওরাইদ পাকা সড়কের গাড়ারণ এলাকায় ছিন্তাইয়ের এঘটনা ঘটে। ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার হযরত আলীর পুত্র কামরুজ্জামান সোনালী ব্যাংক শ্রীপুর শাখা থেকে টাকা তুলে বাড়ী ফেরার পথে তার টাকা ছিন্তাই হয়।
জানা যায় অবসর প্রাপ্ত কৃষি কর্মকর্তা হযরত আলীর পুত্র কামরুজ্জামান বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে সোনালী ব্যাংক শ্রীপুর শাখা থেকে তার পিতার পেনশনের চার লাখ ছিয়াত্তুর হাজার টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে তিনি অটোরিক্স্রা যোগে বাড়ী যাচ্ছিলেন। শ্রীপুর- কাওরাইদ সড়কের গাড়ারণ এলাকায় পৌছা মাত্র একটি নোয়া মাইক্রোবাস নিয়ে সাত আট জন ব্যক্তি তার গতিরোধ করে। সাদা পোশাকে ওই ব্যক্তিরা নিজেদের র্যাব পরিচয় দিয়ে কামরুজ্জামানকে টানা হেঁছড়া করে মাইক্রোতে তুলে নিয়ে যায়। ছিনতাইকারিরা কামরুজ্জামানের টাকা ছিন্তাই করে তাকে শ্রীপুর রাজাবাড়ী সড়কের ডুয়াইবাড়ী এলাকার বনের ভিতর ফেলে রেখে যায়। এ ঘটনায় কামরুজ্জামান বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। শ্রীপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, টাকা ছিনতাইয়ের অভিযোগের বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাতুল মন্ডল