ঢাকার দুই সিটি করপোরেশনে কোরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনা সমন্বয় করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। ঈদের দিন ও পরের দুই দিন রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যেসব পশুর বর্জ্য তৈরি হবে সেগুলো দ্রুততম সময়ের মধ্যেই নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া এবং নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সে রকম উদ্যোগই নিয়েছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানিয়েছেন, ঈদের দিন দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন ধোলাইখাল অস্থায়ী কোরবানির হাটে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করবেন। অন্যদিকে উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক অসুস্থতার কারণে দেশের বাইরে চিকিৎসাধীন থাকায় উত্তর ও দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের পুরোটাই সমন্বয় করবেন দক্ষিণ সিটি মেয়র।জানা গেছে, ঈদের দ্বিতীয় দিনে সাঈদ খোকন উত্তর সিটি করপোরেশনের গুলশানস্থ প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের সমাপ্তি করবেন।