কোরবানীর গরু ও ভোট——— বঙ্গ শার্দূল
সামনে আসছে নির্বাচন
আগেই এলো কুরবানী
মোটা তাজা কিনবো গরু
ভোটার হবে আমদানী-
বাড়ি বাড়ি মাংশ দিলে
ভোটার খুশি রবে
কোরবানী হোক না হোক
ভোটতো হাসিল হবে।
নেতা আমি এই গ্রামের
সবাই মোরে চেনে
নির্বাচনে জিততে হবে
ভোটার আপন জেনে।
অনেক গরীব আছে গাঁয়ে
গোস্ত কেনার পয়সা নাই
এই সুযোগে গোশ খাওয়ালে
ভোটটা কেমনে বাইরে যায়।
আল্লায় দিছে অঘাত টাকা
সুদে ঘুষে আয়
বড় বড় কিনতে গরু
কইয়ে দিছে মায়।
রং বেরঙ্গের পোস্টার করছি
দোয়া চেয়ে আমি
কোরবানীর হোক না হোক
ভোটটা এখন দামী।
নির্বাচনকে সামনে রেখে
ঈদ-উল- আযহ্ এলো
এক ঢিলে দুই পাখি
কোরবানী না হলো।
লাখ টাকায় কিনবো গরু
ইনজেক্সসনে ফোলা
খেয়ে মরে মরুক ভোটার
ভোটের পরে, আগে মরলে জালা।
☀☀☀☀❤❤❤☀☀☀☀
তাং- ৩১/০৮/১৭ ইং-