মিনা থেকে দলে দলে আরাফার ময়দানে যাচ্ছেন হাজিরা। লাখ লাখ হজ পালনকারী আল্লাহর মেহমানদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাই, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক। ’এর আগে বুধবার পবিত্র হজ পালনের জন্য পবিত্র নগরী মক্কাসহ বিভিন্ন স্থান থেকে মিনায় গিয়ে উপস্থিত হয়েছে হজযাত্রীগণ। তালবিয়ার ধ্বনিতে মুখরিত হয়েছে মক্কা থেকে মিনার অলি-গলি, পথ-ঘাট ও মাঠ-প্রান্তর।
আজ হজের মূল আনুষ্ঠানিকতা। কেননা আরবি জিলহজ মাসের ৯ তারিখ অনুষ্ঠিত হয় মূল হজ। আর সৌদি আরবে আজ ৯ জিলহজ হওয়ায় যথাযোগ্য মর্যাদা ও নিরাপত্তায় আরাফাতের ময়দানে অনুষ্ঠিত হচ্ছে মূল হজ।
এবার পবিত্র হজ পালনে সমগ্র বিশ্ব থেকে প্রায় ২০ লক্ষাধিক নারী-পুরুষ হজে অংশ গ্রহণ করেছে। যথাযোগ্য মর্যাদা ও নিরাপত্তায় হজ পালন করতে সবারই গন্তব্য ঐতিহাসিক আরাফার ময়দান।