লালমনিরহাট প্রতিনিধিঃ;
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনার কাজীরহাট রেলগেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত(২৫) যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার(৩০ আগষ্ট) রাত ৯টার দিকে কাকিনা স্টেশনের পূবর্পাশ্বে রেলগেটে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামি কমিউটার ট্রেনটি কাকিনা স্টেশন অতিক্রম করার পর মরদেহটি স্থানীয়রা দেখতে পায়। মৃতদেহটি ক্ষত-বিক্ষত মাথা আলাদা হওয়ায় তার নাম পরিচয় কেউ জানাতে পারে নি। তবে নিহতের পড়নে বুলু কালারের টি শার্ট ও জিন্স প্যান্ট পড়া ছিল।
কাকিনা ষ্টেশন মাষ্টার এরশাদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করতে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। নিহতের নাম পরিচয় বের করার চেষ্টা করা হচ্ছে রেলওয়ে থানা পুলিশ। তবে রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।