নানা জটিলতায় এ বছর বাংলাদেশ থেকে ৩৯৭ জন হজ্বে যেতে পারেননি। হজ্বে যেতে ইচ্ছুক এসব মানুষদের ঈদের পর রাষ্ট্রীয়ভাবে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
বুধবার বাংলাদেশ প্রতিদিনের সাথে আলাপচারিতায় তিনি এমন দাবি জানান।
বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ‘হজ্বে গিয়ে আল্লাহর পবিত্র ঘর দেখতে বের হয়ে কেউ যদি সেখানে যেতে না পারে, তবে স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভেঙে পড়ে। আল্লাহর পবিত্র ঘর দেখার যে ইচ্ছা ছিল ৩৯৭ জন মানুষের, তা এবার পূরণ হয়নি। তাদের ইচ্ছা পূরণে ঈদের পর রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া উচিত। ’
কামরান বলেন, ‘হজ্বে যেতে না পারা এসব মানুষের অনেকেই বয়োবৃদ্ধ। আগামী বছর তারা হজ্ব পালনের সুযোগ পাবেন কিনা, তা অনিশ্চিত। এজন্য তাদেরকে অন্তত ওমরাহ হজ্ব পালনের সুযোগ করে দেওয়া প্রয়োজন। ’
যেসব হজ্ব এজেন্সির গাফিলতির কারণে এসব মানুষ হজ্বে যেতে পারেননি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন বদর উদ্দিন আহমদ কামরান।