এবার দক্ষিণ কোরিয়া মাঝ আকাশে ছুঁড়ল ‘মার্ক-৮৪’

Slider গ্রাম বাংলা
এবার দক্ষিণ কোরিয়া মাঝ আকাশে ছুঁড়ল 'মার্ক-৮৪'

উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষার পরেই দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে পাল্টা সামরিক প্রস্তুতি নেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর পক্ষ থেকে আকাশ পথে বোমা বর্ষণের মহড়া চালানো হয়।

সামরিক পর্যবেক্ষকদের মত, পিয়ংইয়ংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে চালান হল এই যুদ্ধ মহড়া।কলকাতা টুয়েন্টিফোর’র খবরে বলা হয়, মহড়ায় আমেরিকার তৈরি মার্ক-৮৪ বোমা ব্যবহার করা হয়েছে। মহড়া চলাকালে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর চারটি এফ-১৫কে বোমারু বিমান আট দফা মার্ক-৮৪ বোমা ফেলেছে। মহড়ায় ব্যবহৃত মার্ক-৮৪ প্রতিটি বোমার ওজন একটন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গাংওন এই মহড়া চালানো হয়েছে। অবশ্য কী ধরণের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী এই বোমা ব্যবহার করা হয়েছে বা মহড়ার উদ্দেশ্য কতটা সফল হয়েছে তা নিয়ে আর কোনও তথ্য খবরে দেওয়া হয়নি। নিরাপত্তার কারণেই এই মহড়ার ব্যপারে কোনও তথ্য প্রকাশ্যে আনা হচ্ছে না বলে মনে করা হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *