প্রফেশনাল পোশাকে জিন্স-শু-শার্ট ম্যাচ করার ৩ উপায়

লাইফস্টাইল

image_155611.3অনেকেরই ধারণা, প্রফেশনাল ড্রেসে জিন্সের সঙ্গে শু পরলে তা ঠিকভাবে ম্যাচ করবে না। কিন্তু এটি ভুল ধারণা। কয়েকটি নিয়ম ঠিকভাবে পালন করলে জিন্সের সঙ্গে শু ও শার্ট সুন্দরভাবে ম্যাচ করা সম্ভব। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
১. সঠিক জিন্স প্যান্ট পছন্দ করুন
বহু ধরনের জিন্স প্যান্ট বাজারে পাওয়া যায়। সব জিন্স ক্যাজুয়াল হলেও সেখানে কয়েক ধরনের জিন্স আছে কিছুটা ভিন্ন। এখানে প্রফেশনাল ব্যবহারের জন্য জিন্স পছন্দ করার ক্ষেত্রে আপনার সতর্ক হতে হবে।
ছেড়া, ফাটা, স্টোন ওয়াশ কিংবা অনুরূপ কোনোধরনের কাজ করা জিন্স প্রফেশনাল ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এগুলো শুয়ের সঙ্গেও মানানসই হবে না।
তাই আপনার পছন্দ করতে হবে সম্পূর্ণ একরঙা জিন্স। আর রংটি যেন হয় গাঢ়, তা খেয়াল রাখতে হবে। হতে পারে জিন্সটি ডার্ক ইন্ডিগো বা কালো।
রঙ ছাড়াও জিন্সের আকার নিয়ে কিছুটা সতর্ক হতে হবে। এটি যেন অতিরিক্ত লম্বা বা খাটো না হয়, টাইট কিংবা ঢিলা না হয়, তাও খেয়াল করতে হবে। বুট কাট জিন্স কিংবা বেল বটন জিন্স এড়িয়ে চলতে হবে। মোট কথা জিন্সটি যেন সাধারণ প্যান্টের চেয়ে ভিন্ন না হয়, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
২. সঠিক ধরনের শু
জিন্সের প্যান্টের সঙ্গে শু পছন্দ করার ক্ষেত্রে মানানসই রঙের শু অবশ্যই পছন্দ করতে হবে। আর এক্ষেত্রে জিন্সের সঙ্গে রঙের পার্থক্য থাকতে হবে। খেয়াল রাখতে হবে যেন যথেষ্ট কন্ট্রাস্ট থাকে।
এরপর আসুন ডিজাইনের ক্ষেত্রে। অক্সফোর্ড শু নামে প্রচলিত শু যথেষ্ট ফর্মাল। এটি জিন্সের সঙ্গে মানানসই নয়। তার বদলে কিছুটা ক্যাজুয়াল লুকের শু এক্ষেত্রে পছন্দ করতে হবে। ব্লুশার, লোফার বা ডার্বি ড্রেস শু এক্ষেত্রে হতে পারে আদর্শ। এ ছাড়াও পছন্দ করতে পারেন মংক স্ট্র্যাপস, ডেসার্ট বুটস, চুক্কাস ও স্লিপ-অনস।
৩. শার্ট ও অন্যান্য অ্যাক্সেসরিজ
আপনি একটি শু এবং তার সঙ্গে মানানসই জিন্সের প্যান্ট পরেছেন। তাহলে এবার সম্পূর্ণ পোশাক যেন প্রফেশনাল হয় সেজন্য শার্ট বা অনুরূপ মানানসই পোশাক পছন্দ করতে হবে। এজন্য যা করতে হবে তা হলো, প্রথমেই টিশার্ট বা গেঞ্জি বাদ দিতে হবে।
সঠিকভাবে ফিট হওয়া কলারযুক্ত হালকা রঙের শার্ট পছন্দ করুন।
অন্যান্য অ্যাক্সেসরিজ পছন্দ করুন মানানসই। এক্ষেত্রে বাহুল্য বর্জন করতে হবে।
সম্পূর্ণ পোশাকটি যদি যথাযথ ও যথেষ্ট স্মার্ট হয় তাহলে একটি টাইও পরতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *