২৭ বছর ধরে পুকুর খুঁড়ে গ্রামের পানির সমস্যা মেটালেন যিনি!

Slider সারাবিশ্ব
২৭ বছর ধরে পুকুর খুঁড়ে গ্রামের পানির সমস্যা মেটালেন যিনি!

স্ত্রীর জন্য পাহাড় কেটেছিলেন ভারতের বাসিন্দা দশরথ মাঝি। সে গল্প সিনেমার পর্দাতেও দেখেছিল গোটা বিশ্ব।

আর এবার গোটা গ্রামে পানির সমস্যা মেটাতে একাই কাঁধে তুলে দায়িত্ব। ২৭ বছর ধরে কোদাল নিয়ে খুঁড়তে থাকলেন মাটি। আর শেষমেশ জয়ের হাসি ফুটে উঠলো মুখে। গ্রাম পেল গোটা একটা পুকুর।ভারতের ছত্তিশগড়ের করিয়া জেলার ঘটনাটি এটি। বহুদিন ধরে পানির সমস্যা এই গ্রামে। কিন্তু এই সমস্যা নিয়েই কষ্টে দিন কাটাচ্ছিলেন গ্রামের মানুষ। অনেক দূর থেকে আনতে হতো পানি। এই গ্রামেরই ছেলে শ্যাম লাল। এই সমস্যার সমাধানের পথ খুঁজছিল বহুদিন থেকেই। একদিন মাথায় এল বুদ্ধি। কোদাল কাঁধে বেরিয়ে পড়লেন গ্রামের পথে। একটি জায়গায় গিয়ে শুরু করলেন মাটি খুঁড়তে।

প্রথমটায় শ্যামলালকে ব্যঙ্গ করেছিল অনেকেই। পাশে এসে দাঁড়াননি কেউই। তবে ২৭টা বছর কেটে গেছে এভাবেই। অবশেষে গ্রাম পেয়েছে আস্ত একটা পুকুর। সম্প্রতি জেলা শাসকের তরফ থেকে মিলেছে দশ হাজার টাকা পুরস্কার। তবে সে পুরস্কার নিয়ে মাথা ঘামাতে চান না তিনি। বরং গ্রামের নায়ক হয়েই দিব্য আছেন ছত্তিশগড়ের শ্যাম লাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *