কোনোরকম জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না, সাফ জানিয়ে দেওয়া হল ফেসবুকের পক্ষ থেকে। ডেভিড ক্যামেরনের আনা একটি অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে ফেসবুকের তরফ থেকে।
কিছুদিন আগে এক সেনার মৃত্যু হয় জঙ্গিদের হাতে। পরে দেখা যায় ওই জঙ্গি ঘটনার পাঁচ মাস আগে ফেসবুকে খুনের হুমকি দিয়েছিল। তারপরই এই ঘটনা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ডেবিড ক্যামেরন মন্তব্য করেন, সোস্যাল নেটওয়ার্কিং সাইটগুলিরও একটা দায়িত্ব রয়েছে। তারপরই এই মন্তব্য করেছে ফেসবুক কর্তৃপক্ষ। সূত্র : কলকাতা ২৪
কিছুদিন আগে এক সেনার মৃত্যু হয় জঙ্গিদের হাতে। পরে দেখা যায় ওই জঙ্গি ঘটনার পাঁচ মাস আগে ফেসবুকে খুনের হুমকি দিয়েছিল। তারপরই এই ঘটনা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ডেবিড ক্যামেরন মন্তব্য করেন, সোস্যাল নেটওয়ার্কিং সাইটগুলিরও একটা দায়িত্ব রয়েছে। তারপরই এই মন্তব্য করেছে ফেসবুক কর্তৃপক্ষ। সূত্র : কলকাতা ২৪