অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংনে ১৭৬ রানে এগিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেলো বাংলাদেশ দল। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৩৩ রান। তামিম ইকবাল ৭৬ ও মুশফিকুর রহিম ২৫ রানে অপরাজিত। চতুর্থ উইকেটে তারা ৬৬ রানে অবিচ্ছিন্ন।
বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসমান সৌম্য সরকার ঢাকা টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন। ইমরুল কায়েসও তার মতো ব্যর্থ হলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে শূন্য রানে ফেরেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে ফিরলেন মাত্র ২ রানে। এতে তৃতীয় দিনের শুরুতে বিপদে বাংলাদেশ। আজ তাইজুল ইসলাম ও ইমরুল কায়েস দু’জনতেই তুলে নিয়েছেন অজি স্পিনার নাথান লায়ন। তবে লড়াই করছেন তামিম ইকবাল ও মুশফিক।
বড় লিডের আশা নিয়ে ঢাকা টেস্টের তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৬০ রানের জবাবে সফরকারী অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ২১৭ রানে। ৪৩ রানে এগিয়ে থেকে গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ১ উইকেটে ৪৫ রানে দিন শেষ করে। প্রথমদিনে বাংলাদেশ লিড পায় ৮৮ রানের। সৌম্য সরকার ১৫ রানে ফেরার পর তামিম ইকবাল ৩০ ও নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম শূন্য রানে অপরাজিত থাকেন। আজ সকালে ব্যক্তিগত ৪ রানে নাথান লায়নের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরেন তাইজুল। এরপর ব্যক্তিগত ২ রানে ফেরেন ইমরুল।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।