কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে মিয়ানমারের নাগরিক ৮৬ রোহিঙ্গা মুসলিমকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সন্ধ্যা থেকে আজ রবিবার দুপুরে পর্যন্ত এসব রোহিঙ্গাকে দেশ ফেরত পাঠানো হয় বলে সময়ে তাদের ফেরত পাঠানো হয়।
কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুরুল আহসান জানান, গতকাল সন্ধ্যায় উখিয়া থানার পুলিশ কুতুপালং এলাকা থেকে ৭১ অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে আটক করে। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। রাতেই মানবিক সহায়তা দিয়ে এসব রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠানো হয় বলেও তিনি জানান।
অপরদিকে, টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, শাহপরীর দ্বীপ ও দমদমিয়া পয়েন্ট দিয়ে মিয়ানমারের ১৫ নাগরিককে নাফ নদী দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।