রবিবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাস আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতের পাঠানোর নির্দেশ দেন।
আগামী ৩১ মার্চ আলোচিত এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।মামলার বাকি আসামিরা হলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুনাব আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুল হাসান উজ্জ্বল, তাহিরপুর থানার সাবেক উপ-পরিদর্শক রফিক এবং বিএনপি কর্মী শাহীন ও শাহজাহান।
উল্লেখ্য, ২০০২ সালের ৩ এপ্রিল বিএনপি ক্ষমতায় থাকাকালীন তাহিরপুর উপজেলার ভাটিতাহিরপুর গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে পুলিশ আসামি ধরতে গেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাত্রলীগ নেতা ওহিদুজ্জামান শিপলু। এই ঘটনায় তার মা আমিরুন নেছা বাদি হয়ে দুই পুলিশ কর্মকর্তা ও চার বিনএনপি নেতাকর্মীর বিরুদ্ধে সুনামগঞ্জের আদালতে হত্যা মামলা দায়ের করেন।