বাংলাদেশের ২৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট খুইয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। মাত্র ১৪ রানের মধ্যেই তিন উইকেট হারিয়েছে স্মিথ বাহিনী।
মিরপুরে শেষ বিকেলে অজি শিবিরে প্রথম আঘাত হানেন তরুণ তুর্কি মিরাজ। তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজ ঘরে ফেরেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ১৫ বল খেলে মাত্র ৮ রান করেন ওয়ার্নার। এরপর উসমান খাজাকে রানআউট করেন মুশফিক-সৌম্য।
আর নাইট ওয়াচম্যান হিসেবে আসা লায়নকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজ ঘরে পাঠান সাকিব আল হাসান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮ রান করেছে সফরকারীরা।
এর আগে মিরপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৭৮.৫ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৪ রান সংগ্রহ করেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে। তিনি করেছেন ৭১ রান।