ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী এবং মেঘনা সেতুর কাছে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। রোববার ভোর পাঁচটা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে দাউদকান্দি বিশ্বরোড পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাস চালক রুবেল মিয়া জানান, শনিবার যানজট না থাকলেও রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবার যানজটের সৃষ্টি হয়েছে। তিনি মেঘনা-গোমতী সেতুর নিকটে যানজটে আটকা পড়েন বলে জানান। এছাড়া ঢাকা থেকে কুমিল্লাগামী বাস যাত্রী কামাল হোসেন বলেন, শেষ রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যানজটে আটকা পড়েন, মেঘনা সেতু পর্যন্ত আসতে তিন ঘণ্টা সময় লেগেছে।
এ ব্যাপারে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রাতে বৃষ্টির কারণে ভারী যানবাহন সড়কের বিভিন্ন স্থানে আটকা ছিল। সে কারণেই সকালে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় এসে জট সৃষ্টি হয়। আশা করছি দ্রুত মহাসড়ক যানজটমুক্ত হবে।