নাম তার ছৈয়দুল আমিন। বয়স মাত্র ৪বছর। চোখে মুখে তার শুধু ভয়ের ছাপ।গায়ে একটি সাদা রঙের টি-শার্ট পরে মিয়ানমারের ফকিরাবাজার মিজ্জাইলিপাড়া এলাকার বাসিন্দা কালা চাঁন মিয়ার ছেলে মোঃ আলমের (২৮) সাথে এই শিশুটি চলে আসে বাংলাদেশে।
শিশুটি কিছু বলতে না পারলেও মোঃ আলম জানান, তিনি যখন ফকিরাবাজার সংলগ্ন পাহাড়ী অঞ্চলে ঢুকে পড়েন তখন তিনি ওই শিশু ছেলেটিকে দেখতে পান। শিশুটিকে জিজ্ঞাসা করা হলে সে তার বাবা,মা’র নাম ঠিকানা কিছুই বলতে পারেনি। পরে আলম নিজের সন্তান মনে করে তাঁকে নিয়ে এসেছেন বলে জানান।
আলমের ধারনা মিয়ানমারে সহিংসতা শুরু হলে শুক্রবার রাতে তাঁর বাবা-মা অসাবধানতা বশত শিশুটিকে ফেলে জীবন বাঁচাতে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে আর খোঁজ পাওয়া যায়নি।
এদিকে বর্তমানে শিশুটি মোঃ আলমের আশ্রয় থাকলেও তিনি কোন হৃদয়বান ব্যক্তিকে পেলে শিশুটিকে হস্তান্তর করবেন বলে জানিয়েছেন।