সংবাদ সংস্থা এএনআই এর বরাত দিয়ে কলকাতা টোয়েন্টিফোর জানিয়েছে জঙ্গিদের এ হামলায় সাত জন আহত হয়েছে। এছাড়া ৩ জঙ্গি নিহত হয়েছে।এদিকে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ৷
জানা গেছে, সকালে পুলওয়ামাতে পুলিশ লাইনে ঢুকে ফিঁদায়ে হামলা চালায় তিন জঙ্গি৷ সেনাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা৷ পাল্টা প্রত্যাঘাত করে পুলিশ অফিসার ও সিআরপিএফ সদস্যরা৷ এরই ফাঁকে আবাসনের বিভিন্ন ব্লকে আটকে পড়া পুলিশ অফিসারদের পরিবারের সদস্যদের নিরাপদে বাইরে নিয়ে আসা হয়৷ নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধ চলে৷ শেষ খবর অনুযায়ী তিন জঙ্গি নিহত হয়েছে৷ তবে তৃতীয় জঙ্গির মৃতদেহ এখনও উদ্ধার হয়নি৷
এদিকে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৮ নিরাপত্তা কর্মী নিহত হয়েছে৷ এদের মধ্যে চার জন পুলিশ অফিসার৷ বাকি চার জন সিআরপিএফ সদস্য৷ এদিকে পুলওয়ামাতে জঙ্গি হামলার ঘটনার কড়া নিন্দা করেন জন্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷