সুনয়না……. ———————-আহমেদ সাইমুম

Slider সাহিত্য ও সাংস্কৃতি

20994302_1063771407092944_6813462241155243045_n

 

 

 

 

 

 

 

 

সুনয়না…….
———————-আহমেদ সাইমুম।
সুনয়না,আমার পৃথিবীজুড়ে বিম্বিত আজো তোমার জ্যোতির দ্যুতি-স্মৃতির ফেনিল জলরাশি
হয়ে তিলোত্তমা নগরীর গায়ে আছড়ে পড়ে; এভারেস্ট চূড়ার গা মোড়ানো প্রস্তর খন্ডের খসে পড়ার মত আচমকা-আনমনে রূঢ় আয়োজনে;
পাড় ভাঙ্গে নিত্যপ্রহর উতল আঁধার ঘোরে।।

গ্রীক-ব্যাবিলিয়ন-ইজিপ্ট আর ফিনিশিয় বিধির ব্যবচ্ছেদে খন্ডিত প্রাসাদের শরীর বেয়ে নামো- স্যাঁত স্যাঁতে দেহে গজিয়ে উঠা শ্যাওলার ঘামে;
তোমার মুখচ্ছবি ভাসে সকরুন আহ্লাদে;বিবর্ণ বেদনায় তব চমকিত চাহনী তোমার;নেই বিষাদ-
ভীষম ব্যাকুলতায় ডাক-ঊর্বশী প্রেমের দামে।।

অটোমান সুলতানের দখলি প্রিয়ার মত ঝলমলে রূপে;ধূঁপ জ্বালো প্রস্তর প্রাসাদে-লুন্ঠিত ষোড়শীর যৌবনা দীপে;
অন্তর অম্বরে সঙ্গী কত;মন্থর সন্ধ্যারে ভর সংগীতে
অস্তাপারের ডাকে ঝিমানো সূর্যেরে তোল দিগন্তে আবার;প্রৌঢ়েরে কর তেজস্বী পুরুষ-যৌবনা ছিপে।

সুনয়না,
দৃষ্টিতে ধরেছে ক্ষয়-বরফ আস্তরের গলে গলে নুইয়ে পরার মত;গনগনে সূর্যালোকে-ভোরের আগমনী গানে ঈষৎ নিভে যাওয়া নক্ষত্রের মত; ঝিনুকের গায়ে আলপনা আঁকা সমুদ্র নীলের মুক্তোর মতই ঝলসানো রূপে তুমি আছ আজো;
আসমান তলে তব রয়েছি দাঁড়ায়ে-বুকে লয়ে ক্ষত

মনে কী পড়ে সেই তারাভরা রাতের কথা?
দমকা হাওয়ায় উড়া চুলের খোঁপায় পাহাড়ী ফুলের কাঁটা বিধে যাওয়া ক্ষণ…
কিংবা ভীষম তৃষ্ণায় সাত আসমান জাগিয়ে তোলা চিৎকারে-ক্লান্ত নাবিকের মত বিহবলতায় জিহবায় তুলেছি নোনাজল;চুম্বনে মিটিয়েছি তৃষিত লগন।।

উর্ধবাকাশ ভরা তারাগুলি-মেলে অঙ্গুলি
ডাকে তোমারে আজো সুনয়না প্রিয়া;নিম্নে গভীর আঁধারে উচ্ছলি মরণের শত তরঙ্গে ডুবি আমি; বহুদূর তীরে অঞ্জলী ভরা বিষ লয়ে-করুণ মিনতি মাখা সুরে করে আহবান-মৃত্যু আমারে;বসরা গোলাপ ধোয়া আরব সাগরজলে স্নান কর তুমি।।

সুনয়না,তোমার মাধুরী মায়ার তাপে পুড়ে-
ক্লান্ত নাবিকের দল দাঁড়টানে নব উল্লাসে-
মক্ষিকা গুঞ্জনে মাতাল মহুয়া বাতাসে;
ল্যাটিন সমুদ্ররেখায় রেখে বিষাদের ঝুলি-
রঙভরে কিনে লয় প্রেমের তুলি;ভূমধ্যসাগর তীরের স্বর্ণালী কেশীর বিড়ালচোখা দৃষ্টিরে ফাঁকির ঝুঁকিতে ফেলে আরব্যসাগর পেরোয়;শুভ্র কপোলছোঁয়া আপেল-অঙ্গুরী মেশা ঘামের ঘ্রাণে;

স্তব্ধ আসনে প্রহর গুনিছে সে পুরুষ;
ক্যানবেরার বনে অগ্নুৎপাতে নি:স্বঙ্গ বৃক্ষের মত একাকী আজো;
প্রতীক্ষার প্রদীপ লয়ে রয়েছি দাঁড়ায়ে,
অনেক সমুদ্র ঘুরে-সময়েরে ক্ষয়ে ক্ষয়ে-
অপরূপ সিন্ধুরে রাত্রিভরায়ে দিছ দেহ ভালোবাসা;
অবসাদে ঘোর লেগে যদি মনে জাগে-
ফিরে এসো!
দেখে যেয়ো-
আশার খড়েতে বাঁধা প্রেমের নীড়;যদি ভেঙ্গে যায়-
নি:শ্বেষ করে দেয় পুরুষ জনম-নিজেরে পোড়ায়ে; বড়ো বড়ো নগরীর মত বুকভরা ব্যাথা লয়ে কাঁদে-
ধবংসাবশেষ পাজরে জড়ায়ে;প্রিয়তী হারায়ে।।
•বিকেল-৪:৫৫টা,
•২২আগস্ট ২০১৭ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *