পে-কমিশনের প্রতিবেদন ডিসেম্বরে

অর্থ ও বাণিজ্য
image_155317.orthomontri horijontal-1আগামী মাসে পে-কমিশনের প্রতিবেদন পাওয়ার পর যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। অর্থমন্ত্রী বলেন, জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য গঠিত বেতন ও চাকরি কমিশন ২০১৩ এর প্রতিবেদন আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দাখিল হবে। কমিশনের প্রতিবেদন প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করা হবে। গত ২৩ সেপ্টেম্বর অর্থমন্ত্রী পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন প্রসঙ্গে সাংবাদিকদের বলেছিলেন, আগামী অর্থ বছরের (২০১৫-১৬) জুলাই মাস থেকে নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর হবে।
ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময় দিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিনকে চেয়ারম্যান করে গত বছরের নভেম্বরে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠন করা হয়। পরে কমিশনের মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়। এরই মধ্যে কমিশন জানিয়েছে, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারের কাছে রিপোর্ট দিতে পারবে। জাতীয় বেতন স্কেলভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ক্যাডার ও বিভাগের বেতন বৈষম্যের বিষয়গুলো চিহ্নিত করে সমাধানের সুপারিশ করতে ১৭ সদস্যের পে কমিশন গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *