চীনের হুয়ালং হুই প্রদেশে মসজিদে লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করল সে দেশের সরকার। এই সিদ্ধান্ত নিয়ে দারুণ বিতর্ক শুরু হয়েছে।
সেই প্রদেশে তিনদিনে তিনশো মসজিদ থেকে প্রায় একহাজার লাউডস্পিকার সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।চীনা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, শব্দদূষণের কারণেই লাউডস্পিকারগুলি খুলে ফেলা হয়েছে। এর আগেও চীনের দূষণ নিয়ন্ত্রণ পরিষদ থেকে এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। স্থানীয় বাসিন্দারা অনেকেই অভিযোগ জানিয়েছিলেন আজানের সময় লাউডস্পিকারের ব্যবহারে তারা বিরক্ত হচ্ছেন। বার বার অনুরোধেও নাকি লাউডস্পিকারের শব্দ কমানো হয়নি।
স্থানীয় বাসিন্দাদের মুসলিমদর একটা বড় অংশ রীতিমতো ক্ষুব্ধ এই সিদ্ধান্তে। তাদের বক্তব্য, এটা সরাসরি ধর্মাচারণের অধিকারের ওপরে সরকারি দমননীতি। কোনও সরকার কখনওই এভাবে কোনও বিশেষ সম্প্রদায়ের ওপরে এভাবে কর্তৃত্ব জাহির করতে পারে না।