যেমনটা প্রত্যাশা করা হয়েছিলো ঠিক তেমনটিই ঘটেছে। ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং-এর ধর্ষণ মামলার রায় নিয়ে শুরু হয়ে গেছে সহিংসতা। রহিম সিং তার দুই ভক্তকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরপরই ছড়িয়ে পড়েছে তীব্র সহিংসতার ঘটনা। ইতিমধ্যেই এসব সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ১২ জন। আহত হয়েছেন কমপক্ষে ৭০ জন। দাঙ্গা থামাতে পঞ্চকুলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর ৬০০ সেনা। এর আগে পুলিশ রাহিম সিং-এর অনুসারীদের থামাতে বাতাসে গুলি ছুড়েছে। পাশাপাশি নিক্ষেপ করা হয়েছে, কাঁদানে গ্যাস, ও জল কামান। কিন্তু সংখ্যায় পুলিশের সংখ্যা কম থাকায় অনুসারীদের থামাতে ব্যর্থ হয় পুলিশ। উল্লেখ্য, আদালত প্রাঙ্গনে রহিম সিং-এর প্রায় এক লাখ অনুসারী জড়ো হয়েছে।