আগামী সেপ্টেম্বর পাকিস্তানের মাটিতেই পাকিস্তানের বিরুদ্ধ টি-২০ সিরিজে অংশ নেবে বিশ্ব একাদশ। ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে ১৪ সদস্যের বিশ্ব একাদশের স্কোয়াডে রয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে হাজির হলেন বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল। সেই সংবাদ সম্মেলনে বিশ্ব একাদশের হয়ে খেলতে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘বিশ্ব একাদশের হয়ে প্রতিনিধিত্ব করাটা বড় ব্যাপার। এর জন্য আমি গর্বিত। ’
সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘পাকিস্তানে ক্রিকেট আয়োজন ভালো উদ্যোগ। আরও আগে এই উদ্যোগ নেয়া দরকার ছিল। ক্রিকেটিং ১০টা দেশ একটি পরিবারের মতোই। একজনকে না একজনকে তো সাহায্য করতেই হবে পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনতে। ’
এই ড্যাশিং ওপেনার আরও বলেন, ‘যদি তারা এই সিরিজটা সফলভাবে আয়োজন করতে পারে তাহলে সামনে আরও টিম পাকিস্তানে খেলতে যাবে। এই উদ্যোগ আরও আগে শুরু হলে ভালো হতো। ’