গত চার বছরে তিনবার! উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিওনেল মেসি ও জিয়ানলুইগি বুফোঁকে পিছনে ফেরে ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন সিআর-৭।
৩২ বছরের রিয়াল তারকা চ্যাম্পিয়ন্স লিগে ১২টি গোল করে ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার ছিনিয়ে নিলেন। গত মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে মোট ৪২টি গোল করেন রোনালদো। এর মধ্যে রিয়াল মাদ্রিদকে লা-লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ দেন পর্তুগিজ তারকা।
ইউরোপ সেরা ফুটবলারের সেরা ট্রফি হাতে নিয়ে রোনালদো বলেন, আমার লক্ষ্য থাকে প্রতি বছর এই ট্রফি জেতা। আমার ক্লাব ও জাতীয় দলকে ট্রফি জেতানো। এখানে আসতে পেরে আমি অত্যন্ত খুশি। ফের ট্রফিটি তুলে ধরতে পেরে আমি সম্মানিত। আমি সতীর্থদের ধন্যবাদ জানায়।
মেসি শেষবার এই পুরস্কার জিতেছিলেন ২০১৫-তে। আর ২০১৪ ও ২০১৬-র পর ২০১৭-তে ট্রফি জিতে নিলেন রোনালদো। সেরা গোলকিপারের পুরস্কার জিতলে বুফোঁ। সেরা ডিফেন্ডার সের্জিও রামোস। সেরা মিড-ফিল্ডার লুকা মডিচ।