মুস্তাফিজেই ভয় ম্যাক্সওয়েলের

Slider খেলা
মুস্তাফিজেই ভয় ম্যাক্সওয়েলের

ইনজুরি থেকে ফেরার পর মুস্তাফিজুর রহমানকে আর আগের সেই আগ্রাসী রূপে দেখা যায়নি। বাংলাদেশের জার্সিতেও নামের প্রতি সুবিচার করতে পারেননি।
আইপিএলেও ভালো করতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে কি কাটার মাস্টার আগ্রাসী রূপে ফিরতে পারবেন? এ কথা সময়ই বলবে। তবে অস্ট্রেলিয়ার হার্ডহিটার ম্যাক্সওয়েল কিন্তু বলেই দিয়েছেন, মুস্তাফিজকে নিয়েই অসিদের ভয়ের কথা। উইকেট হবে স্পিনারদের স্বর্গ—সেখানে মুস্তাফিজের ভালো করা কঠিন! অনেকেই এমনটা ভাবছেন! কিন্তু প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দলের তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল জানালেন মুস্তাফিজ এখনো ভয়ঙ্কর। তার বল খেলা খুবই কঠিন। আইপিএলে মুস্তাফিজের বিরুদ্ধে ব্যাটিং করার সময় অসি তারকাকে যে সংগ্রাম করতে হয়েছিল তা এখনো ভুলে যাননি। ম্যাক্সওয়েল বলেন, ‘মুস্তাফিজর সত্যিই অসাধারণ এক বোলার। আইপিএলে খেলার সময় আমি তার বিরুদ্ধে ব্যাটিং করেছি। যদিও বেশ কিছু টেস্ট খেলার পর তার বোলিংয়ের আগ্রাসী ভাবটা হয়তো একটু কমেছে। তবে এখনো সে দুর্দান্ত। সে অসাধারণ সুইং করাতে পারে এবং অবিশ্বাস্যভাবে গতি পরিবর্তন করে স্লোয়ার বল করতে পারে। সে গতানুগতিক এক বাঁহাতি পেসার নন। ডেলিভারীর শেষ মুহূর্তে দারুণভাবে কবজির কাজ করে দেখান। তাকে খেলা খুবই কঠিন। ’সাকিব আল হাসানকে নিয়েও একই ভাবনা ম্যাক্সওয়েলের। অসি তারকা বলেন, ‘সাকিব অভিজ্ঞ এক বোলার। সে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। সে অসাধারণ এক ক্রিকেটার। টেস্ট সিরিজে ভালো করতে হলে তাদেরকে সতর্কতার সঙ্গে খেলতে হবে। ’

টেস্ট সিরিজের আগে একটি অনুশীলন ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু বৃষ্টির কারণে মাঠ প্রস্তুত না থাকায় তা পণ্ড হয়ে যায়। অনুশীলনও ঠিকমতো করতে পারেন না অসি ক্রিকেটাররা। তারপরেও কোনো আক্ষেপ নেই অসি ক্রিকেটারদের। বেশির ভাগ সময় হোটেলে কাটালেও সময়টা নাকি বেশ উপভোগ করছেন অসি ক্রিকেটাররা। ম্যাক্সওয়েল বলেন, ‘সারা রাত এবং সকালে বৃষ্টির পর গতকাল (গত পরশু) অনুশীলন করা খুবই কঠিন ছিল। মাঠ খুবই স্যাঁতস্যাঁতে ছিল, অনুশীলন করার সময় শরীর খুবই ঘামছিল। এটা ভালো হয়েছে যে বৃষ্টির পরও আমরা গত কয়েকদিনে অনুশীলন করার সুযোগ পেয়েছি। তবে এখানে আমরা সবাই বেশ উপভোগ করছি। ’ এক যুগ পর বাংলাদেশে খেলতে এসেছে অস্ট্রেলিয়া। বর্তমান দলের ক্রিকেটারদের মধ্যে কেউ-ই ছিলেন না তখন।   উপমহাদেশের উইকেটে খেলা এমনেই অসিদের জন্য কঠিন। তবে বাংলাদেশে খেলতে তেমন কোনো সমস্যা হবে না বলে জানালেন ম্যাক্সওয়েল, ‘আমরা এখানকার মতো উইকেটেই ডারউইনে অনুশীলন করেছি। ডারউইনের উইকেটেও ব্যাটিং করা খুব কঠিন ছিল। আমরা এখানকার উইকেটের কথা চিন্তা করেই সেখানে এক সপ্তাহ অনুশীলন করেছি। আমাদের ক্রিকেটাররা সেখান থেকেই একটা ধারণা পেয়েছে যে এমন উইকেটে কিভাবে খেলতে হবে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *