এতটুকু পড়ে ক্রিকেটারদের ভুল ভাববেন না৷ শ্রীলঙ্কার মিডিয়া ম্যানেজার দীনেশ রত্নাসিঙ্গম জানিয়েছেন, ‘সিরিজে প্রথম ওয়ান ডে ম্যাচেই একমাত্র জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়েছিল৷ কিন্তু সিরিজের বাকি ম্যাচের ভেনুগুলিতে জাতীয় সংগীত পরিবেশনের কোনও ব্যবস্থা রাখা হয়নি৷ ফের টি-টোয়েন্টি সিরিজে, ম্যাচের আগে দুই দেশের ক্রিকেটারদের জাতীয় সংগীত গাইবে দেখা যাবে৷’
প্রসঙ্গত লঙ্কা সফরের টেস্ট সিরিজেও এমনটাই দেখা গিয়েছিল৷ গলে প্রথম টেস্টে দুই দেশের ক্রিকেটাররা জাতীয় সংগীত গাইলেও সিরিজের বাকি টেস্টগুলোয় কোন পক্ষকেই লাইন আপ করে জাতীয় সংগীত গাইতে দেখা যায়নি৷
আশ্চর্য নিয়ম নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ টিভির পর্দায় এদিন ক্রিকেটারদের জাতীয় সংগীত গাইতে না দেখে অনেকেই চমকে যান৷ এমন কি টুইটে অনেকেই এই নিয়মের নিন্দা করেছেন৷ সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তরা জানিয়েছেন, অদ্ভূত নিয়মের কোন মানেই হয় না৷