ঢাকায় যুদ্ধাপরাধীদের জানাজা করতে দেওয়া হবেনা

জাতীয়
image_155308.mojammel haq (2)ঢাকায় আর কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীর জানাজা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ মঙ্গলবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জের ওয়াপদা মাঠে ২১দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যেখানে পাক সেনাদের আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়েছিল সে জায়গায় আর কোনো যুদ্ধাপরাধীর জানাজা পড়তে দেওয়া হবেনা। মুক্তিযোদ্ধারা সেটা মেনে নেবেন না।
মন্ত্রী আরো বলেন, বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ বিষয়ে একশ  মার্ক রাখার পরিকল্পনা চলছে। প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করা হচ্ছে। এমনকি মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য সব সরকারি হাসপাতালে থোক বরাদ্দ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের ৮নং সেক্টর কমান্ডার চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *