ভারতে ধূমপানে রাশ টানতে খুচরো সিগারেট বিক্রি নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্র। এই বিষয়ে বিশেষ প্যানেলের সুপারিশ মেনে নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রিসভার অন্যান্য দপ্তরে এই সংক্রান্ত খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে।ক্যাবিনেটে রদবদলের আগে সম্পূর্ণ ভাবে ই-সিগারেট নিষিদ্ধ করার পক্ষে প্রশ্ন করেছিলেন মোদি সরকারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। ক্ষমতায় আসার পর সিগারেটের উপর করের বাড়তি বোঝাও চাপায় এনডিএ সরকার। সেই সময় সারা দেশে তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করার কথাও বলে স্বাস্থ্য মন্ত্রণালয়। এমনকী ধূমপান বা তামকজাত দ্রব্য সেবনের বয়স ১৮ থেকে ২৫ করেন হর্ষবর্ধন৷ এবার প্রকাশ্যে ধূমপান করা দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করার কথা চিন্তা-ভাবনা করছে কেন্দ্র৷ উল্লেখ্য, ছয় বছর আগে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছিল৷ কিন্তু সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়েই রাস্তায় সুখটান দিচ্ছেন ধূমপায়ীরা৷
এদিকে, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কমিটির সুপারিশ গ্রহণ করার পরই পড়তে থাকে তামকজাত কোম্পানিগুলির শেয়ার৷ তামাকজাত পণ্য কেনার বয়সসীমা বাড়ানোর সুপারিশও আবার নতুন করে পেশ হয়েছে।
