সম্প্রতি আফগানিস্তানের জঙ্গিগোষ্ঠী তালেবানকে সমর্থন দেয়ার অভিযোগে পাকিস্তানের ওপর চাপ বাড়ায় যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশটির অবস্থান নিয়েও সমালোচনা করেছে দেশটি। এসব সমালোচনা ও অভিযোগ প্রত্যাখ্যান করে এমন বক্তব্য দিলেন তিনি।
তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী টিলারসন জানিয়েছেন, পাকিস্তান সরকার তালেবানদের বিষয়ে ‘অবস্থান না বদলালে’ তারা যুক্তরাষ্ট্রের দেয়া বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে। তিনি আরও বলেন, নিজেদের স্বার্থেই পাকিস্তানকে এ পদক্ষেপ নিতে হবে এবং পাকিস্তানের স্থিতিশীলতার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের স্বার্থ জড়িত।
যুক্তরাষ্ট্র পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র। ন্যাটো জোটে অংশীদারিত্ব ছাড়াই ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ সুবিধা ও শত শত কোটি ডলারের সহায়তা পেয়ে থাকে।