আরও তিনটি মডেলের স্মার্টফোনের দাম কমানোর ঘোষণা দিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড ২, গ্যালাক্সি গ্র্যান্ড নিও এবং গ্যালাক্সি স্টার প্রো—এ তিনটি হচ্ছে স্যামসাংয়ের লো এন্ডের স্মার্টফোন। এর আগে ছয়টি মডেলের স্মার্টফোনের দাম কমায় কম্পানিটি।
দাম কমানোর পর ২১ হাজার ৯০০ টাকা দামের গ্যালাক্সি গ্র্যান্ড নিও পাওয়া যাবে ১৮ হাজার ৯০০ টাকায়, সাড়ে সাত হাজার টাকা দামের গ্যালাক্সি স্টার প্রো পাওয়া যাবে সাড়ে ছয় হাজার টাকায়। ২৬ হাজার ৫০০ টাকা দামের গ্যালাক্সি গ্র্যান্ড ২ পাওয়া যাবে ২৫ হাজার টাকায়। নীল ও সোনালি রঙের ক্ষেত্রে আরও ২০০ টাকা দাম কম পাওয়া যাবে। এর সঙ্গে বিনা মূল্যে একটি এস-ভিউ কভার উপহার থাকবে। এ ছাড়া গ্যালাক্সি গ্রান্ড নিও ও গ্যালাক্সি গ্রান্ড ২ কিস্তিতেও পাওয়া যাবে।
স্মার্টফোন ক্যাফে থেকে নভেম্বর মাস পর্যন্ত এই দামে ফোন কেনা যাবে।
এর আগে ছয়টি মডেলের স্মার্টফোনের দাম কমানোর ঘোষণা দিয়েছিল স্যামসাং মোবাইল বাংলাদেশ। স্যামসাং গ্যালাক্সি এস৫, গ্যালাক্সি নোট৩, গ্যালাক্সি নোট৩ নিও, গ্যালাক্সি এস৪, গ্যালাক্সি এস৪ মিনি এবং গ্যালাক্সি এস৩ নিও এই ছয়টি মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে প্রতিষ্ঠানটি। সবচেয়ে বেশি দাম কমেছে গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির। ৬০ হাজার টাকা দামের গ্যালাক্সি এস৫ এখন পাওয়া যাচ্ছে ৫৩ হাজার টাকায়। গ্যালাক্সি নোট৩ পাওয়া যাচ্ছে ৫৬ হাজার টাকায় এবং গ্যালাক্সি নোট৩ নিও পাওয়া যাচ্ছে ৪০ হাজার টাকায়। এ ছাড়া স্যামসাং গ্যালাক্সি এস৪ মিনির দাম কমে এখন ৩০ হাজার টাকা হয়েছে। গ্যালাক্সি এস৪ কেনা যাচ্ছে ৩৮ হাজার টাকায়। গ্যালাক্সি এস৩ এখন পাওয়া যাচ্ছে ২৫ হাজার টাকায়।
দাম কমানোর পর ২১ হাজার ৯০০ টাকা দামের গ্যালাক্সি গ্র্যান্ড নিও পাওয়া যাবে ১৮ হাজার ৯০০ টাকায়, সাড়ে সাত হাজার টাকা দামের গ্যালাক্সি স্টার প্রো পাওয়া যাবে সাড়ে ছয় হাজার টাকায়। ২৬ হাজার ৫০০ টাকা দামের গ্যালাক্সি গ্র্যান্ড ২ পাওয়া যাবে ২৫ হাজার টাকায়। নীল ও সোনালি রঙের ক্ষেত্রে আরও ২০০ টাকা দাম কম পাওয়া যাবে। এর সঙ্গে বিনা মূল্যে একটি এস-ভিউ কভার উপহার থাকবে। এ ছাড়া গ্যালাক্সি গ্রান্ড নিও ও গ্যালাক্সি গ্রান্ড ২ কিস্তিতেও পাওয়া যাবে।
স্মার্টফোন ক্যাফে থেকে নভেম্বর মাস পর্যন্ত এই দামে ফোন কেনা যাবে।
এর আগে ছয়টি মডেলের স্মার্টফোনের দাম কমানোর ঘোষণা দিয়েছিল স্যামসাং মোবাইল বাংলাদেশ। স্যামসাং গ্যালাক্সি এস৫, গ্যালাক্সি নোট৩, গ্যালাক্সি নোট৩ নিও, গ্যালাক্সি এস৪, গ্যালাক্সি এস৪ মিনি এবং গ্যালাক্সি এস৩ নিও এই ছয়টি মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে প্রতিষ্ঠানটি। সবচেয়ে বেশি দাম কমেছে গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির। ৬০ হাজার টাকা দামের গ্যালাক্সি এস৫ এখন পাওয়া যাচ্ছে ৫৩ হাজার টাকায়। গ্যালাক্সি নোট৩ পাওয়া যাচ্ছে ৫৬ হাজার টাকায় এবং গ্যালাক্সি নোট৩ নিও পাওয়া যাচ্ছে ৪০ হাজার টাকায়। এ ছাড়া স্যামসাং গ্যালাক্সি এস৪ মিনির দাম কমে এখন ৩০ হাজার টাকা হয়েছে। গ্যালাক্সি এস৪ কেনা যাচ্ছে ৩৮ হাজার টাকায়। গ্যালাক্সি এস৩ এখন পাওয়া যাচ্ছে ২৫ হাজার টাকায়।