যুদ্ধাপরাধে দন্ডপ্রাপ্তরা রিভিউ আবেদনের সুযোগ পাবেন

টপ নিউজ বাংলার আদালত
image_155294.130205113801_kader_mollah_512x288_focusbangla_nocreditবাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় আজ প্রকাশ করা হয়েছে।
আইনজীবীরা জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্তরা আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫দিনের মধ্যে রিভিউ আবেদনের সুযোগ পাবেন।
তবে আপিল সমকক্ষ হবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইবুনালের ফাঁসি বহাল রেখেছিল আপিল বিভাগ ।
তখন তার পক্ষ থেকে আপিল বিভাগের রায়ের ব্যাপারে রিভিউ বা পুনর্বিবেচনার আবেদন করা হয়েছিল। আপিল বিভাগ সেই রিভিউ আবেদন খারিজ করে দিয়েছিল। এখন এই খারিজ করার বিষয়ে পূর্ণাঙ্গ রায় আজ আপিল বিভাগ প্রকাশ করলো। এদিকে, রিভিউ আবেদন খারিজ হওয়ার পর সে সময়ই কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়। জামায়াতের আরেক নেতা মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে একই অভিযোগে ট্রাইবুনালের ফাঁসির রায় বহাল রেখেছে আপিল বিভাগ।
এই রায়ের ব্যাপারে রিভিউ আবেদন করতে পারা না পারা প্রশ্নে বিতর্ক উঠেছিল। মুহাম্মদ কামারুজ্জামানের পক্ষের আইনজীবীরা রিভিউ আবেদন করার কথা বলেছেন। কিন্তু রাষ্ট্রপক্ষে এটর্নী জেনারেল মাহবুবে আলম বলে আসছেন, যে আইনে মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে, তাতে রিভিউ করা সুযোগ নেই। তবে কাদের মোল্লার রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশের জন্য অপেক্ষার কথা বলেছিলেন অভিযুক্তদের আইনজীবীরা। সেই পটভূমিতে পূর্ণাঙ্গ রায় এলো।
-বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *