এফডিসিতে নেয়া হয়েছে নায়করাজ রাজ্জাকের মরদেহ। সেখানে চলচ্চিত্র শিল্পী, নায়কের ভক্ত-অনুরাগীরা ভিড় জমিয়েছেন শেষ শ্রদ্ধা জানাতে।
এখানে অনুষ্ঠিত হবে প্রথম নামাজে জানাজা। এরপর নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দুপুর তিনটায় গুলশানের আজাদ মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে দাফন করা হবে বনানী কবরস্থানে।
সোমবার সন্ধ্যা ৬টা ১২মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নায়ক রাজ রাজ্জাক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

