গাজীপুর: পৃথক দুটি অভিযানে বিপুল পরিমান অস্ত্র, গুলি সহ ৩জনকে আটক করছে র্যাব ও পুলিশ।
র্যাব সূত্র জানায়, গাজীপুর জেলার বোর্ডবাজার এলাকায় ছাত্রলীগ নেতার আস্তানায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জুয়েল (২৫) নামে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১ সদস্যরা। অভিযানের সময় গাছা ইউনিট (বিলুপ্ত গাছা ইউনিয়ন) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মশি (৩৪) ও তার সহযোগী সন্ত্রাসী বাদল (৩৫), হেলাল উদ্দিন (২৫) ও বিল্লাল হোসেন (২৮) পালিয়ে যায় বলে র্যাব সূত্র জানায়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, ৩ টি বিদেশী পিস্তল, ১ টি শটগান, ৪ টি পিস্তলের ম্যাগাজিন, ৪০ রাউন্ড পিস্তলের গুলি, ১ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি, ৬৩ রাউন্ড শটগানের গুলি, ৫০ রাউন্ড শর্টগানের খালি খোসা, ১ টি ল্যাপটপ, ১৪ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল, ১ টি ১৫০ সিসি টিভিএস মোটর সাইকেল ও নগদ ৪ লাখ ৪৮ হাজার টাকা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ৩ টায় র্যাব-১ এর উপ অধিনায়ক লে. কমান্ডার কাজী মো. শোয়াইব ও এএসপি মোহাম্মদ ফজলে এলাহীর নেতৃত্বে একটি আভিযানিক দল গাছা কলমেশ্বর গ্রামে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসী জুয়েলকে হাতেনাতে গ্রেফতার করে র্যাব। পরে জুয়েলের দেয়া তথ্য অনুযায়ী ছাত্রলীগ নেতা মশিরের প্রমোদ খানা থেকে ওই অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। মশি গত ১ সেপ্টেম্বর নিটল টাটা গার্মেন্টসে সংঘটিত গোলাগুলির ঘটনায় নিহত সোহেল হত্যা মামলার আসামী বলেও র্যাব জানায়। মশির নেতৃত্বে সন্ত্রাসী চক্রটি কয়েকজন প্রভাবশালীর ছত্রছায়ায় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজী, প্রকাশ্যে অস্ত্রবাজী, অস্ত্র ব্যবসা,ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল বলেও র্যাব প্রেস ব্রিফিংয়ে জানায়। এমনকি মশিউর রহমান মশি খুব অল্প সময়ে অবৈধ উপায়ে বিশাল বিত্ত বৈভবের মালিক হয়ে যায়। এছাড়াও মশি তার প্রমোদ খানায় একাধিক নারী ও মদের আসর বসিয়ে বিভিন্ন অপরাধিদের নিয়ে আড্ডা দিত। এসে যুবলীগের কেন্দ্রীয় সদস্য পদও লাভ করেছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত সন্ত্রাসী জুয়েল চাঁদপুর জেলার ছেংগাচর থানার ষাটনল থানার বাদশা মিয়ার ছেলে এবং বর্তমানে সে ছাত্রলীগ নেতা মশির ছত্রছায়ায় কলমেশ্বর গ্রামে অবস্থান করতো। ব্যাপারে র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দিয়ে জুয়েলকে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রসহ থানায় সোপর্দ করেছে।
এদিকে মঙ্গলবার অস্ত্র ও ম্যাগজিন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে আদারতে পাঠায় পুলিশ। মঙ্গলবার ভোরে পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হলেন, ওই এলাকার নবাব আলীর ছেলে আলী আকবর (৪০) ও একই এলাকার তাহের আলীর ছেলে শামীম আল মামুন (২৯)।
জয়দেবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী আলী আকবরের বাড়িতে অভিযান চালিয়ে আলী আকবর ও শামীমকে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যানুসারে আলী আকবরের বাড়ির রান্না ঘরের মাটির স্তুপের নিচ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।