‘মাদ্রাসায় যারা পড়ে তারাই জঙ্গি হয়, এটা সঠিক নয়’

Slider জাতীয়

igp_shahidu

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, “শুধু মাদ্রাসায় যারা লেখাপড়া করে, তারাই জঙ্গি হয়, এটা সঠিক নয়। এখন অন্যান্য স্কুল ও প্রতিষ্ঠানের ছাত্ররা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে।

রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের বিসিকে অনুষ্ঠিত ‘জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক অঙ্গীকারের ভূমিকা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।

এ সময় তিনি জানান, “জঙ্গিদের নির্মূল করতে পারিনি, তাদের অনেক অনুসারী তৈরি হয়েছে। কোরআন-হাদিসের অপব্যাখ্যা দিয়ে জান্নাতের স্বপ্ন দেখিয়ে তরুণ সমাজকে জঙ্গিবাদে সম্পৃক্ত করা হচ্ছে। ইরাক, সিরিয়ায় আইএস জঙ্গিরা যে অবস্থান নিয়েছে, তা শুধু সামাজিক অঙ্গীকার দিয়ে নির্মূল করা যাবে না। ”

শহীদুল হক আরও বলেন, “জঙ্গিবাদের বিরুদ্ধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে নিজেদের পক্ষ থেকে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নিজেদের পক্ষ থেকে প্রত্যেকে যদি সচেতনতা তৈরি করেন, তবেই বাংলার মাটি থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *