কেয়া গ্রুপের মালিক খালেক পাঠান গ্রেপ্তার

Slider সারাদেশ

232925Kalerkantho_2017-08-21-12


ঢাকা: ঋণ আত্মসাৎ মামলায় কেয়া গ্রুপের মালিক আবদুল খালেক পাঠান গ্রেপ্তার হয়েছেন। গতকাল রবিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

দুদক উপপরিচালক জানান, কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের নামে কৃষি ব্যাংক থেকে ১১১ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় খালেক পাঠানকে গ্রেপ্তার করা হয়েছে। কেয়া গ্রুপের মালিক খালেক পাঠান কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

জানা গেছে, গতকাল সকালে খালেক পাঠানের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। মামলায় তাঁর মেয়ে ও কেয়া ইয়ার্নের চেয়ারম্যান খালেদা পারভীন, দুই পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আটজনকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *