রিভিউ আবেদনের সুযোগ পাবেন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্তরা

জাতীয়

51850_thumb_mol

আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজের সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ বিচারপতি সাক্ষরিত রায় প্রকাশিত হয়। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। এ রায় অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধের মামলায় দ-প্রাপ্তরাও রিভিউর সুযোগ পাবেন। তবে রিভিউ আবেদন দায়েরের জন্য তারা ১৫ দিন সময় পাবেন। গত বছরের ১২ই ডিসেম্বর কাদের মোল্লার রিভিউ আবেদন খারিজ করে সংক্ষিপ্ত রায় দেয় আপিল বিভাগ। ওই দিন রাতেই তার ফাঁসি কার্যকর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *