অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে টাইগার ‘টেস্ট স্পেশ্যালিস্ট’ মুমিনুল হকের বাদ পড়ার বিষয়টা জানতেন না বলে দাবি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
রবিবার এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আরও বলেন, সাধারণত যেকোনো সিরিজের আগে নির্বাচক-কোচ-খেলোয়াড়দের সঙ্গে বসে প্ল্যান জানতে চাওয়া হয়।
তবে টিম চট্টগ্রামে থাকাকালীন ওদের সঙ্গে আমার সেই আলোচনাটা হয়নি। যদিও ফোনে কথা হয়েছে। তবে যে কাজটা সবসময় হয় সেটি আমরা করতে পারিনি।
প্রসঙ্গত, মাত্র দুই টেস্ট খারাপ খেলার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বাদ পড়ার পর চারদিকে সমালোচনা ঝড় উঠে। এরপর আজ রবিবার বিসিবিতে নির্বাচক এবং কোচের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি। পরে তিনি জানান, মোসাদ্দেকের জায়গায় আবার ফেরানো হয়েছে মুমিনুলকে।