প্রথমবারের মতো কলকাতার সিনেমায় গান গাইলেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। সম্প্রতি বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি। কলকাতার চলচ্চিত্র ‘সিতারা’র জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন বাবু। এর মাধ্যমে দীর্ঘ সময় পর কোনো সিনেমার জন্য গাইলেন তিনি। অভিনয়ের পাশাপাশি শ্রোতাদের কাছে গানেও বেশ জনপ্রিয় ফজলুর রহমান বাবু। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ চলচ্চিত্রে প্লেব্যাক করে ভালো শ্রোতাপ্রিয়তা পান এ তারকা। এরপর আরো কিছু অডিও অ্যালবামও প্রকাশ করেছেন তিনি। সে গানগুলোও ছিল শ্রোতামহলে সমাদৃত। তারই ধারাবাহিকতায় এবার তিনি গাইলেন কলকাতার চলচ্চিত্র ‘সিতারা’-তে। আশীষ রায় পরিচালিত এ ছবিতে ইমন সাহার সংগীতায়োজনে তারিক তুহিনের কথায় চলতি মাসের শুরুতে গানটির রেকর্ডিংয়ে অংশ নেন তিনি। এ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, আসলে আমিতো পেশাদার কোনো গায়ক নই। ভালো লাগে বলে মাঝে মধ্যে গাই। এ ছবিতেও সেরকমটাই ঘটেছে। এ গানের মাধ্যমে কলকাতার ছবিতে প্রথম গাওয়া হলো- এটা একটা ভালো ব্যাপার। গানটা যারাই শুনেছেন তারাই ভালো বলেছেন। এদিকে আসছে কোরবানির ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফজলুর রহমান বাবু। সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় ডজন খানেক ঈদের নাটকে অভিনয় করেছেন তিনি। সামনে আরো বেশ কিছু নাটকের শুটিং রয়েছে বলেও জানালেন এ অভিনেতা।