৫ বছরে ২৯৮ ভারতীয়কে পাকিস্তানের নাগরিকত্ব

Slider রাজনীতি সারাবিশ্ব

visa

গত পাঁচ বছরে ২৯৮ জন ভারতীয় অভিবাসীকে নাগরিকত্ব দিয়েছে পাকিস্তান। এই খবর নিশ্চিত করেছে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রালয়।

গতকাল শনিবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে অধিবেশন চলছিল। সেই সময় ভারতীয় অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার প্রসঙ্গটি ওঠে।

গত পাঁচ বছরে সরকার কত জন ভারতীয়কে নাগরিকত্ব দিয়েছে জানতে চান শাসক দল ‘‌পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ’‌–এর বিদায়ক শেখ রোহেল আসগর। জবাবে তাকে বিস্তারিত হিসাব তুলে ধরেন দেশটির অভ্যন্তরীণ মন্ত্রলায়।

বিবৃতি জারি করে বলা হয়, ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৭ সালের এপ্রিল মাস পর্যন্ত ২৯৮ জন ভারতীয় অভিবাসীকে পাকিস্তানি নাগরিকত্ব দেওয়া হয়েছে। ২০১২ সালে ৪৮ জন ভারতীয় অভিবাসীকে পাকিস্তানি নাগরিকত্ব দেওয়া হয়েছিল। ২০১৩ সালে তা বেড়ে  ৭৫ হয়। ২০১৪ সালে ৭৬ জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল। ২০১৫ সালে সংখ্যাটা উল্লেখযোগ্যভাবে কমে যায়। সে বছর মাত্র ১৫ জনকে নাগরিকত্ব দেওয়া হয়। ২০১৬ সালে পাকিস্তানের নাগরিকত্ব পেয়েছেন ৬৯ জন ভারতীয় অভিবাসী। এ বছর ১৪ এপ্রিল পর্যন্ত মোট ১৫ জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে।

নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বরাবরই দুর্নাম ইসলামাবাদের। তবে ভারত, আফগানিস্তান, বাংলাদেশ এবং মিয়ানমার থেকে আসা অগণিত অভিবাসী সেখানে বেআইনিভাবে বসবাস করছে বলে দাবি পাকিস্তান সরকারের। আইনি টানাপোড়েনের জেরে গত বছর এক ভারতীয় মহিলাকে পাকিস্তানি নাগরিকত্ব দেওয়ার বিষয়টি সামনে আসে।

বেশ কিছু বছর আগে এক পাকিস্তানি নাগরিককে বিয়ে করেছিলেন ওই মহিলা। কিন্তু স্বামীর মৃত্যুর পর সৎ ছেলেরা মিলে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়। ২০০৮ সালে পাকিস্তানের নাগরিকত্ব চেয়ে ইসলামাবাদের দ্বারস্থ হন তিনি। পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী চৌধুরি নিসার আলি খানের নির্দেশে গত বছর মার্চ মাসে তাকে নাগরিকত্ব  দেয় পাকিস্তান সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *