চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পূনর্ভবায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রবিবার মহানন্দা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত মহানন্দায় পানি বেড়েছে প্রায় ৮ সেন্টিমিটার। এখন পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, পূনর্ভবা নদীর পানি গত ২৪ ঘন্টায় বেড়েছে ২১ সেন্টিমিটার। এখন বিপদসীমার ৬২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পদ্মায় গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে এ নদীর পানি এখনো বিপদসীমার প্রায় ৯০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে সদর ও গোমস্তাপুর উপজেলার নিম্লাঞ্চল প্লাবিত হয়েছে।
তবে আজকের পর থেকেই তিনটি নদীতে পানি কমতে শুরু করবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম।