কমলাপুরে টিকেট প্রত্যাশীদের ভিড়, দেয়া হচ্ছে ২৯ আগস্টের টিকিট

Slider বাংলার সুখবর

Bd-pratidin-20-08-17-F-091

ঈদ মানে নাড়ির টানে বাড়ি ফেরা। আর বাড়ি ফেরা মানে আগের রাত থেকে লাইনে দাঁড়িয়ে ট্রেনে যাওয়ার আগাম টিকিট কাটা।

ঘরমুখো মানুষের এ ভিড়ের মধ্যে তৃতীয় দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।

আজ রবিবার সকাল ৮টা থেকে কমলাপুর রেলস্টেশনে ২৯ আগস্টের টিকিট বিক্রি করা হয়। গতকাল শনিবার বিক্রি করা হয় ২৮ আগস্টের টিকিট। টিকেট কিনতে ভোর থেকেই ভিড় করেন টিকিটপ্রত্যাশীরা। বিকাল ৪টা পর্যন্ত কাউন্টার থেকে কেনা যাবে টিকিট।

আগামীকাল সোমবার ও পরশু মঙ্গলবার যথাক্রমে ৩০ ও সর্বশেষ ৩১ আগস্টের টিকিট পাওয়া যাবে। প্রতিদিন প্রায় ২৩ হাজার অগ্রিম টিকিট বিক্রি করা হয়। কর্তৃপক্ষ জানায়, টিকিট নেওয়ার পর যাত্রার সময় পরিবর্তন করা যাবে না। আর একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট দেওয়া হচ্ছে। এ ছাড়া ঈদের বিশেষ ট্রেনের ২ হাজার ৬০৬টি টিকিটও কাউন্টার থেকে বিক্রি করা হয়।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন তৎপর রয়েছে। এমনকি বাড়তি চাপ সামলাতেও রেলওয়ে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *